প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী শেলিন উডলি জানিয়েছেন মহাসাগর সুরক্ষায় তিনি গ্রিনপিসের সঙ্গে কাজ করছেন। ২০৩০ সালের মধ্যে পরিবেশ বিপন্ন মহাসাগরের ৩০ শতাংশ রক্ষায় গ্রিনপিসের কার্যক্রমে তিনি সহযোগিতা করছেন। ‘ডাইভারজেন্ট’ সিরিজের তারকাটি বলেন, “আমাদের সাগরগুলো এখন গভীর, গভীর সঙ্কটে আছে। এই সাগরগুলোতে বিশাল জৈববৈচিত্রের চারণস্থল, আর এই মহাসাগর হল ভূমিভিত্তিক পরিবেশের জন্য বিশেষ প্রয়োজনীয়। আর এই বিশাল অঞ্চল হচ্ছে বড় কর্পোরেশন আর সরকারদের যথেচ্ছে লুঠতরাজের ক্ষেত্র।” তিনি জানান ২০৩০ সালের মধ্যে বিপন্ন মহাসাগরগুলো রক্ষায় গ্রিনপিসের এক কার্যক্রমের অংশ হয়ে তিনি আগামী গ্রীষ্ম থেকে এক বছরের এক অভিযানে বেরুবেন। “আমরা সারগাসো সাগরে যাব, যার কথা আমি এই প্রথম শুনেছি, “ তিনি বলেন, “তারা কী পরিবর্তন আনতে পারে তা জেনে আমি বিস্মিত হয়েছি।” ‘অ্যাড্রিফ্ট’ তারকা জানান তার বন্ধু ইমরি হলের সঙ্গে সারগাসো সাগরে যাবার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন ২০২০ সাল পর্যন্ত মহাসাগর নিয়ে জাতিসংঘ সিদ্ধান্ত নেয়া পর্যন্ত তিনি এই মিশনে অংশ নেবেন। শেলিন মহাসাগর রক্ষায় জাতিসংঘকে প্রভাবিত করার জন্য তার ভক্তদের ভূমিকা রাখার জন্য আবেদন জানিয়েছেন। তিনি আরও জানান তিনি বিশ্বাস করেন এটি মানবজাতিকে রক্ষা করা জন্য জরুরি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।