Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নানা পাটেকরের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে তনুশ্রী দত্ত’র আবেদন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

অভিনেত্রী তনুশ্রী দত্ত মুম্বাই পুলিশ কমিশনারে কাছে আবেদন করেছেন নানা পাটেকরের বিরুদ্ধে তাকে যৌন হয়রানি করার অভিযোগটি নতুন করে যেন তদন্ত করা হয়। তার আবেদনে তিনি উল্লেখ করেছেন তার প্রাথমিক অভিযোগটি পুলিশ বাতিল করার পর এখন ক্রাইম শাখা যেন অভিযোগটি নতুন করে তদন্ত করে। ওশিভারা পুলিশ গত জুনে নানার বিরুদ্ধে তনুশ্রীর যৌন হয়রানির অভিযোগটি তদন্ত করে আন্ধেরি মেট্রোপলিটন আদালতে ‘বি-সামারি’ রিপোর্ট দেয়, যার অর্থ হল- তার অভিযোগের কোনও জোরালো প্রমাণ পাওয়া যায়নি। ২০১৮’র অক্টোবরে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভারতে সামগ্রিকভাবে #মিটু আন্দোলনের সূচনা করে। এই সময় আরও কিছু তারকা ও বিখ্যাত নারী যৌন হয়রানির অভিযোগ প্রকাশ করে। তনুশ্রীর পক্ষে আইনজীবী নিতিন সাতপুতে গত সপ্তাহে ইমেইলের মাধ্যমে পুলিশ কমিশনার সঞ্জয় বার্বের কাছে আবেদন করেন পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে দিয়ে যেন নতুন করে অভিযোগটি তদন্ত করা হয়। তিনি উল্লেখ করেন পুলিশ প্রভাবিত হয়ে বা ভয়ে অভিযোগের স্বাভাবিক তদন্ত করেনি। এর আগে তনুশ্রী অভিযোগ করেন ২০০৮-এর ‘ওকে হর্ন প্লিজ’ চলচ্চিত্রের একটি গানের দৃশ্য চলচ্চিত্রায়নের সময় নানা পাটেকার তাকে যৌন হয়রানি করেছিলেন। অভিযোগে কোরিওগ্রাফার গণেশ আচারিয়া, প্রযোজক সেলিম সিদ্দিকি এবং পরিচালক রাকেশ সারাংয়ের নামও অন্তর্ভুক্ত করা হয়। তদন্তের পর পুলিশ নানা পাটেকরকে অব্যাহতি দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ