প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সংস্কৃতি অঙ্গণের ব্যক্তিবর্গদের নিয়ে গঠিত হয়েছে সমাজ সচেতনতামূলক সংগঠন ‘ভয়েজ অব বাংলাদেশ’। গত ৫ সেপ্টেম্বর সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে এক প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক শামসুল আলম, এফবিসিসিআই এর পরিচালক মোঃ নজরুল ইসলাম ও চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ন আহ্বায়ক কন্ঠশিল্পী মেহরীন ও সদস্য সচিব শহীদুল ইসলাম টিটু, সঙ্গীতশিল্পী কাজী শুভ, নদীসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে ভয়েজ অব বাংলাদেশ-এর কার্যক্রম উল্লেখ করে বলা হয়, এটি একটি অ-রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। যা সব সময় জনসচেতনতামূলক কার্যক্রম করে যাবে। যেমন পিতা-মাতার সাথে সদ্ব্যবহার ও সেবা করা, শিক্ষা খাতের উন্নয়ন করা, বাল্য বিবাহ রোধে সচেতনতা তৈরী করা, সারাদেশে মাদক ও জঙ্গীবাদ বিরোধী সেমিনার-কনসার্ট ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সেমিনার, র্যালি ইত্যাদি বাস্তবায়নের মাধ্যমে যুব সমাজ ও তাদের অভিবাবকদের সচেতন করে তোলা, বিভিন্ন দিবসে উৎসবের আয়োজন করা, হতদরিদ্র মানুষকে সহায়তা প্রদান করা, বেকার সমস্যা দূরীকরনে যুবকদেরকে দক্ষ-কারিগর হিসেবে প্রশিক্ষণ প্রদান করে গড়ে তোলা, যত্রতত্র গাড়ী পার্কিং রোধে সচেতনতা সৃষ্টি করা, কিশোর অপরাধ ও কিশোর গ্যাং রোধে কিশোরদেরকে সচেতন করে গড়ে তোলা এবং সমাজের নানাবিধ অসঙ্গতি নিয়ে জনসচেতনতা সৃষ্টি করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।