Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিদের নিয়ে ভয়েস অব বাংলাদেশ-এর যাত্রা শুরু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সংস্কৃতি অঙ্গণের ব্যক্তিবর্গদের নিয়ে গঠিত হয়েছে সমাজ সচেতনতামূলক সংগঠন ‘ভয়েজ অব বাংলাদেশ’। গত ৫ সেপ্টেম্বর সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে এক প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক শামসুল আলম, এফবিসিসিআই এর পরিচালক মোঃ নজরুল ইসলাম ও চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ন আহ্বায়ক কন্ঠশিল্পী মেহরীন ও সদস্য সচিব শহীদুল ইসলাম টিটু, সঙ্গীতশিল্পী কাজী শুভ, নদীসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে ভয়েজ অব বাংলাদেশ-এর কার্যক্রম উল্লেখ করে বলা হয়, এটি একটি অ-রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। যা সব সময় জনসচেতনতামূলক কার্যক্রম করে যাবে। যেমন পিতা-মাতার সাথে সদ্ব্যবহার ও সেবা করা, শিক্ষা খাতের উন্নয়ন করা, বাল্য বিবাহ রোধে সচেতনতা তৈরী করা, সারাদেশে মাদক ও জঙ্গীবাদ বিরোধী সেমিনার-কনসার্ট ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সেমিনার, র‌্যালি ইত্যাদি বাস্তবায়নের মাধ্যমে যুব সমাজ ও তাদের অভিবাবকদের সচেতন করে তোলা, বিভিন্ন দিবসে উৎসবের আয়োজন করা, হতদরিদ্র মানুষকে সহায়তা প্রদান করা, বেকার সমস্যা দূরীকরনে যুবকদেরকে দক্ষ-কারিগর হিসেবে প্রশিক্ষণ প্রদান করে গড়ে তোলা, যত্রতত্র গাড়ী পার্কিং রোধে সচেতনতা সৃষ্টি করা, কিশোর অপরাধ ও কিশোর গ্যাং রোধে কিশোরদেরকে সচেতন করে গড়ে তোলা এবং সমাজের নানাবিধ অসঙ্গতি নিয়ে জনসচেতনতা সৃষ্টি করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ