প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃতকলা ভবনের মহড়া কক্ষে উপমহাদেশের প্রখ্যাত দোতারা বাদক, সুরকার, গীতিকার কানাই লাল শীল স্মরণে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক সংগঠন মৌলিক মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। ঢাকা মৌলিক নাট্যদলের সহযোগিতায় আয়োজিত ওই অনুষ্ঠানে কানাই লাল শীল রচিত ও সুরারোপিত বেশ কিছু জনপ্রিয় গানের সুরে দোতারা বাজান তারই মেজ ছেলে আশুতোষ শীল। সঙ্গে ছিলেন আশুতোষ শীলের দ্বিতীয় ছেলে সুমন শীল এবং নাতী তন্ময় শীল। ‘তিন প্রজন্মের দোতারা বাদন’ শিরোনামের ওই অনুষ্ঠানে কানাইলাল শীলের বিখ্যাত গানগুলো দোতারায় সুর মূর্ছনায় ছড়িয়ে দেন কানাইলাল শীলের পরবর্তী তিন প্রজন্মের প্রতিনিধি আশুতোষ শীল, সুমন শীল এবং তন্ময় শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলিক মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের চেয়ারম্যান সাজু আহমেদ। অনুষ্ঠানে অতিথিদের কথামালা ও শিল্পীদের সুর মূর্ছনায় মুগ্ধ হয় দর্শক শ্রোতারা। দোতারার জাদুকর খ্যাত এই শিল্পী অসংখ্য গানের গীতিকার ও সুরকার হিসেবে স্মরণীয় হয়ে আছেন। গত ৫ সেপ্টেম্বর ছিল তার প্রয়াণ দিবস। ১৯৭৬ সালের এই দিনে তিনি পরলোকগমন করেন। বাংলাদেশের কৃতী সন্তান কানাই লাল শীলের জন্ম ১৩০৫ বঙ্গাব্দে, ফরিদপুর জেলার নগরকান্দা থানার শাকরাইল ইউনিয়নের লস্করপুর (কৈড়াইল) গ্রামে। ‘তোমারও লাগিয়ারে’, ‘বহুদিনের পিরিত গো বন্ধু, ‘শোন গো রূপসী কন্যা গো’, ‘মাঝি বাইয়া যাও রে’ ‘আমায় এতো রাতে কেন ডাক দিলি’, ‘প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলায় বংশি বাজায় কে’, ‘অসময় বাঁশি বাজায় কে রে’সহ অসংখ্য কালজয়ী গানের গীতিকার ও সুরকার, উপমহাদেশের প্রখ্যাত দোতারা বাদক কানাই লাল শীল অসংখ্য গান রচনার পাশাপাশি ও সুরকার বাংলাদেশের সঙ্গীতাঙ্গনকে সমৃদ্ধ করেছেন। মৃত্যুর ৪৩ বছর পেরিয়ে গেলেও তার রচিত এবং সুরারোপিত গান এখনও মানুষের মুখে মুখে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।