Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তানকে সময়োপযোগী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই

সাইফুজ্জামান শিখর এমপি

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বর্তমান বিশ্বে উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে কারিগরী শিক্ষায় মানব শক্তিকে শিক্ষিত করা। কারিগরি শিক্ষায় ছাত্র-ছাত্রীদের শিক্ষিত করে জনশক্তিকে সময় উপযোগী করে গড়ে তুলতে হবে। এজন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। গত বৃহস্পতিবার দুপুরে মাগুরার গোয়াল বাথান প্রেসিডেন্সী ইনস্টিটিউট অব টেকনোলজি আয়োজিত বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর এ কথা বলেন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী শেখ নবীর আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার। অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, আইডিইবি কেন্দীয় কমিটির সাধারণ সম্পাদক শামছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম প্রমুখ। 

এড. সাইফুজ্জামান শিখর বলেন, কারিগরি শিক্ষা ও মাদরাসা শিক্ষা উন্নয়নে সরকার চলতি বাজেটে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। যা ইতোপূর্বে কোন সরকার করেনি। তাই সময় উপযোগী শিক্ষা গ্রহণ করে জাতিকে এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি আহবান জানান। পরে প্রধান অতিথি রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ