রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক ফরাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা তুষার আহমেদ প্রমুখ। বক্তারা অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য গত রোববার রাতে যুবলীগ নেতা সোহেল লস্করকে দুর্বৃত্তরা হামলা করে গুরুতর আহত করে। এঘটনায় তার পিতা আ. মজিদ লস্কর বাদী হয়ে সোমবার এজাহার নামীয় ২২ জন এবং অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে একটি মামালা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।