Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ কাজ শেষ পর্যায়ে

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৩:২১ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ কাজ প্রায় শেষ পর্যায়ে। এই মাসের মধ্যে তা অনুমোদন দেয়া হবে। তা ছাড়া আগামী জুলাই মাস থেকে সব সুযোগ-সুবিধা পাবেন তারা।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা যাওয়ার সময় আখাউড়া চেকপোস্টে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার ভূমিকা বলে শেষ করা যাবে না। সেদিন তারা আমাদের বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিল।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি। আর খালেদা জিয়া মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছেন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করা কয়েকটি সংগঠনের আমন্ত্রণে ভারতের ত্রিপুরা যাচ্ছেন।

সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শন করবেন। পাশাপাশি ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।



 

Show all comments
  • Mazharul Islam khandaker ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৯:২২ পিএম says : 0
    I don't know whether my request judgemental or not? My father Late Abdul Latif Khandaker, Thana- Sadar, dist- Comilla was freedom fighter. But he didn't want to published him as a freedom fighter. When BD govt. started to enlisted freedom fighter that time we threw brother requested my father to do it. But he can't reason behind he did his afford for freedom not for any interest. He don't need any interest for his afford which given preiod freedom war. But we three brothers pushing him continuously cause if he enlisted then our next generation might be get some advantage from govt as per law. Finally this time my father want to do it and submitted an application through system. But comilla zila muktijoddha songshod sent an offer to my father that need 5 lac if he want to enlisted current project. That time my father shocked too much for such offer. But my father didn't want to conside with such offer. He feeling very sad for such offer and dissatifaction till his dead why country evulated his afford such way? He want to enlisted for his next generation nothing personal anything even not for money as well. He want country give him respect as well his family listed as a freedom fighter family. Regret my father was departed his soul in 2017. Believe my entire family feel very bad how my father embraced while this offer came to him? When we Bangladesi learn to respect our country hero? I hv all the record for my father freedom fighter file. Also this docs as a big evedaince for current govt. project that still real freedom fighter remain pending to enlisted this project but our govt. annoyance to declare it. How funny for this ?????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ