Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সরিষাবাড়ীতে ছেলের হত্যাকারী মা ও প্রেমিক গ্রেফতার

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ৮:০৩ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে পরকিয়া প্রেমের ঘটনায় শিশু সন্তানের হত্যাকারী মা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকা-ের সাড়ে তিনমাস পর থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা। বৃহস্পতিবার সকালে ঘাতক বানেছা বেগম (২৬) ও তার প্রেমিক জুরান আলীকে (৩২) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নিহত শিশুটি উপজেলার পিংনা ইউনিয়নের চর বাশুরিয়া গ্রামের আবুদাবি প্রবাসী আক্তার হোসেনের একমাত্র ছেলে কাউসার ইসলাম তুষার (৯)। সে স্থানীয় সোনামুই কেজি অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। চলতি বছরের ২৫ মে মাকে আপত্তিকর অবস্থায় দেখা ফেলায় শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে চালানো হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আক্তার হোসেন জীবিকার জন্য সাত বছর আগে আবুদাবিতে যান। স্বামীর অনুপস্থিতির সুযোগে তার স্ত্রী বানেছা বেগম প্রতিবেশী জুরন আলীর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। চলতি বছরের ২৫ মে বাড়ির গোসলখানায় তাদের দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে তুষার। ঘটনা জানাজানি হওয়ার ভয়ে ওইদিন মা ও প্রেমিক মিলে ছেলেকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে ছেলের মৃত্যুর পর আক্তার হোসেন দেশে চলে আসেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পুলিশ ময়না তদন্ত রিপোর্টও হাতে পায়। রিপোর্টে তুষারকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে। ওইদিন রাতেই নিহতের বাবা বাদি হয়ে স্ত্রী ও তার প্রেমিককে আসামী করে থানায় হত্যা মামলা (নং ৫) দায়ের করেন। বুধবার ভোরে পুলিশ দু’জনকে গ্রেফতার করে।
সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, মা ও তার প্রেমিককে জিজ্ঞাসাবাদে তারা শিশু সন্তানকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। বুধবার দুপুরে প্রেমিক জুরনকে ও বৃহস্পতিবার বানেছাকে জেল হাজতে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরকীয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ