Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় অস্ত্রসহ ৩ কিশোর গ্যাং আটক

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২২ এএম

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে কিশোর গ্যাং এর তিন সদস্যকে ৫টি ধারালো ছোড়াসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসি। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১টায় ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় বায়তুন ন‚র জামে মসজিদের পিছনের বালুর মাঠ থেকে তাদের আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে সদর থানা পুলিশ ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে আটকদের হস্তান্তর করেন। আটকরা হলো দেওভোগ এলাকার আহসানের ছেলে আসিফ(১৭), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সিপন(১৭) ও শনখোলা এলাকার শাহজাহানের ছেলে সুমন(১৬)। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, সদর থানা পুলিশ ৩ জনকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ