Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন নিয়মে বৃত্তির টাকা পেতে হয়রানি

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ভোলায় ৫ম ও ৮ম শ্রেণির মেধা তালিকার বৃত্তির টাকা পেতে নতুন নিয়মের কারণে হয়রানির স্বীকার ও বৃত্তি প্রাপ্তরা যথাসময়ে সঠিকভাবে টাকা পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।

যথাসময়ে শিক্ষার্থীরা টাকা না পাওয়ায় খোঁজ নিতে গিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন মাধ্যমে জানা যায় নতুন নিয়মের কারণে শিক্ষার্থীদের টাকা পেতে সমস্যা হচ্ছে। তারা জানান, প‚র্বের নিয়মে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে যারা মেধা তালিকায় বৃত্তি পেত তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমে টাকা উত্তোলন করে ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হত। তাতে কোন খরচ হতো না। কোন রকম হয়রানি ছাড়া শিক্ষার্থীরা যথাসময়ে সঠিকভাবে জুলাইয়ের ১ম সপ্তাহে পেয়ে যেত।
কিন্ত নতুন নিয়মে স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমে মেধা তালিকার লিস্ট সংশ্লিষ্ট বোর্ডে নিয়ে পাশ করে তারপর টাকা উত্তোলন করে বৃত্তিপ্রাপ্তদের টাকা পেতে হবে। যার কারণে বোর্ডে আসা যাওয়া, সঠিক সময়ে না পাওয়া এবং সঠিকভাবে টাকা পাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
একাধিক বিদ্যালয়ের প্রধান জানান, নতুন নিয়মে বৃত্তির টাকা পেতে বোর্ডে গিয়ে পাশ করিয়ে আসতে অনেক সমস্যা হচ্ছে। শুধু তাই নয় কয়েকবার যাওয়া আসার কারণে অনেক সমস্যা ও আর্থিক লস হচ্ছে। অথচ প‚র্বের নিয়মে কোন সমস্যাই হত না। কোন খরচ, হয়রানি ছাড়া যথাসময়ে শিক্ষার্থীরা বৃত্তির টাকা পেয়ে যেত।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফোন দিয়ে না পাওয়ায় লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, প‚র্বের নিয়মে সহজে শিক্ষার্থীরা টাকা পেয়ে যেত। কিন্তু নতুন নিয়মের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ