প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জয় এবং স্বরলিপি, দুজনেই এই প্রজন্মের প্রতিভাবান কন্ঠশিল্পী। ইতিমধ্যে অনেক শ্রোতাদের মন জয় করেছেন তারা। এবার এই দুই শিল্পী প্রকাশ করতে যাচ্ছেন তাদের নতুন দ্বৈত গান। শিরোনাম ‘নাম ধরে ডাকিস’। শরীফ আল দ্বীন-এর কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সঙ্গীতায়োজনে মুশফিক লিটু। গানটি প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির ভিডিওর চিত্রায়ন হয়েছে ঢাকার সাভার ও আশপাশের মনোরম লোকেশনে। ভিডিও নির্মাণ করেছেন নওয়াব নাসির। এতে মডেল হয়েছেন অন্তু করিম এবং নাদিয়া আফরিন মীম। গানটি সম্পর্কে জয় জানান, ‘ অসম্ভব প্রেমের গান এটি। অনেক সময় নিয়ে পুরো টিম মিলে কাজটি করেছি। ভিডিওতেও একটি সুন্দর গল্প উপস্থাপন করেছেন পরিচালক। আশা করি, গান এবং ভিডিও সবার ভালো লাগবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস ) জানায়, আজ তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘নাম ধরে ডাকিস’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।