প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতীয় কোনও চলচ্চিত্রের জন্য ‘সাহো’ সব রেকর্ড ছাড়িয়ে যাবার পথে আছে। যে যাই বলুক, বলুক বাজে চলচ্চিত্র বা নকল, দর্শকরা কিন্তু কোনও দ্বিধা ছাড়াই ফিল্মটিকে লুফে নিয়েছে। ফরাসী পরিচালক জেরম সাল নিজেই বলেছেন এটি তার ‘লারগো উইঞ্চ’-এর বাজে অনুকরণ। অনেকে একে হিন্দি ‘মন্দ’ অথচ জনপ্রিয় ফিল্ম ‘দেশদ্রোহী’র সঙ্গে তুলনা করেছে। একজন সমালোচক ‘সাহো’কে সেই শ্রেণিতে ফেলেছেন যে শ্রেণির ফিল্ম প্রথম দর্শনেই বোঝা যায় রদ্দি কিন্তু শেষ না করে ওঠা যায় না। রদ্দি হোক, পুনরাবৃত্তি হোক বা নকল হোক দ্বিতীয় সপ্তাহের পঞ্চম দিন পর্যন্ত ‘সাহো’র হিন্দি, তামিল আর তেলুগু সংস্করণের সামগ্রিক আয় ৩৪৫ কোটি রুপি। আর একই সময় হিন্দি সংস্করণ আয় করেছে ১০০ কোটি রুপি। গত শুক্রবার মুক্তি পেয়ে হিন্দি সংস্করণের দিনের ক্রমে আয়- ২৪.৪০ কোটি রুপি, ২৫.২০ কোটি রুপি, ২৯.৪৮ কোটি রুপি, ১৪.২০ কোটি রুপি এবং ৭.২৪ কোটি রুপি; পঞ্চম দিন পর্যন্ত হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে ১০০.৫২ কোটি রুপি। সুজিতের পরিচালনায় অ্যাকশন-থ্রিলার ‘সাহো’তে অভিনয় করেছেন প্রভাস (হিন্দি ফিল্মে অভিষেক), শ্রদ্ধা কাপুর (দক্ষিণ ভারতের ফিল্মে অভিষেক), দামিনী চোপড়া, নীল নিতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাঙ্কি পান্ডে, মুরলি শর্মা, মন্দিরা বেদি, মহেশ মাঞ্জরেকার, ফিলিপ ফোরনা, মাইকেল সেগাল, ভারত ভাটিয়া, সুনীল বিশরানি প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন এহসান নুরানি, লয় মেনডনসা, শঙ্কর মহাদেবন এবং মোহাম্মদ জিবরান। ফিল্মটির নির্মাণ ব্যয় ৩৫০ কোটি রুপি। চলচ্চিত্রটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় ধারণ করা হয়েছে। সারা ভারতের ৮,৫০০ পর্দায় ফিল্মটি মুক্তি পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।