Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে জড়িত থাকায় মূল্য বৃদ্ধি চলছেই-মজলিস ও অন্য নেতৃবৃন্দ

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

পাঠ্যসূচি বদলাতে বাধ্য করা হবে
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, রমজান মাসে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। অতীতে সাধারণ মানুষের জন্য টিসিবির ট্রাকে কম মূল্যে জিনিসপত্র সরবরাহ করলেও এবার তা দেখা যাচ্ছে না। এতে মানুষ ধারণা করছে, ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে বাণিজ্য মন্ত্রণালয় জড়িত। তাই অবিলম্বে জিনিসপত্রের দাম কমাতে সরকারকে দ্রুত দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, রমজান মাসেই মানুষের চলার দিকনির্দেশিকা হিসেবে অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল কুরআন। প্রতি বছর রমজান এসে উম্মাহকে স্মরণ করিয়ে দেয় যে, তাকওয়াভিত্তিক সমাজ ছাড়া মানুষ মুক্তি পেতে পারে না। প্রতিটি মানুষকে এ মাসে তাকওয়া অর্জনে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যেতে হবে এবং কুরআনের সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। মাহফুজুল হক বলেন, বর্তমান সেক্যুলার শিক্ষানীতি ও শিক্ষা আইনের মাধ্যমে এ দেশকে হিন্দু ও নাস্তিক্যবাদী রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করা হচ্ছে। তিনি বলেন, এমনিতেই নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থার কারণে দিন দিন সমাজের ভারসাম্য ভেঙে পড়ছে, হত্যা, সন্ত্রাসসহ নানামুখী অপকর্ম সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সুতরাং প্রস্তাবিত শিক্ষাআইন ২০১৬ ও শিরক এবং কুফরিযুক্ত পাঠ্যসূচি বাতিল করে সর্বক্ষেত্রে আল্লাহমুখী শিক্ষাব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হয় সরকার দেশের মানুষের ভাষা বুঝতে ভুলের খেসারত সরকারকেই দিতে হবে। শিক্ষনীতি শিক্ষাআইন ও পাঠ্যসূচি বাতিল করাতে ইসলামপ্রিয় ছাত্র-জনতা প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতেও প্রস্তুত রয়েছে।
গতকাল বিকেলে মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর সহ-সভাপতি হাফেজ শহীদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসার পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ সাবুদ্দীন, মহানগর সহ-সভাপতি মাওলানা নেয়ামতুল্লাহ, মুহাম্মদ ফয়জুল গনি, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন ইউসূফ, মাওলানা সানা উল্লাহ, মাওলানা আতিক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ আজিজী, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ, মহানগর বায়তুলমাল সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সাদী, প্রচার সম্পাদক মুহাম্মদ রেজওয়ান হোসাইন, সহ-প্রচার সম্পাদক মাওলানা আমানুল্লাহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণ

২৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ