Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের বাড়লো খেলাপি ঋণ পুনঃতফসিলের সময়সীমা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৪৩ পিএম

বকেয়া ঋণের ২ শতাংশ টাকা জমা দিয়ে পুনঃতফসিলের সমসয়সীমা আবারও বাড়ালো বাংলাদেশ ব্যাংক। হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ২০ অক্টোবর পর্যন্ত ঋণ পুনঃতফসিলের এই সুযোগ গ্রহণ করতে পারবেন গ্রাহক। তবে নিতে পারবেন না নতুন কোনো ঋণ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশন থেকে চলতি বছরের ২৯ আগস্টের আদেশের আলোকে বিআরপিডি সার্কুলার নং-০৫/২০১৯ এর আওতায় ঋণগ্রহিতার থেকে আবেদনের সময়সীমা ২০ অক্টোবর (২০১৯) পযন্ত বৃদ্ধি করা হলো। তবে, প্রদত্ত আদেশ ধনুযায়ী এই সময়ে পুন:তফসিল/এককালীন এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণগ্রহিতাদের অনুকূলে কোন নতুন ঋণ সুবিধা প্রদান করা যাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলাপি ঋণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ