রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চুরির অপবাদ সহ্য করতে না পেরে অভিমান করে কাপ্তাই কেপিএম ফকিরাঘোনা এলাকায় চুরিকৃর্ত ওড়না গলায় পেচিয়ে মরহুম মনির হোসেনর ছেলে জাকির হোসেন বিজয় (১৪) রাতে ঘরের সিলিং-এ আত্মহত্যা করার অভিযোগ পাওয়া যায়।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, উক্ত যুবক রাত ৯টার দিকে এলাকার একটি ঘরের জানালা দিয়ে ওড়না চুরি করার সময় এলাকার লোকজন দেখে ফেলে উত্তম-মাধ্যম দিয়ে তার মার নিকট দিলে মাও ছেলেকে চুরির অপবাদ দিয়ে চরথাপ্পর মারে। এক পর্যায়ে ছেলে এ অপমানসহ্য করতে না পেরে ঘরের মধ্যে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
এদিকে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, গত সোমবার রাতে চুরির করার সময় এলাকার লোকজন দেখে ফেলে এবং ধারনা করা হচ্ছে চুরির অপমানসহ্য করতে না পেরে অভিমান করে যুবক আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার লাশ উদ্বার করে রাঙামাটি মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।