Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হলো ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ ক্যাম্পেইন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ৭:১০ পিএম

দেশের সর্বস্তরের মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ শীর্ষক একটি ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ স্কাউটস এবং ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ক্যা¤েপইন উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল।

দেশের সকল নাগরিকের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলাই এই ক্যা¤েপইনের উদ্দেশ্য। ক্যা¤েপইন চলাকালীন ‘যেখানে সেখানে ময়লা ফেলবেন না প্লিজ’, ‘অন্তত পক্ষে একটি শিশুকে পরিচ্ছন্নতার শিক্ষা দিন, তার জীবন সুস্থ ও পরিচ্ছন্ন করতে সাহায্য করুন’ ‘খাবার আগে অনুগ্রহ করে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন’ ‘টয়লেট ব্যবহারের পর অবশ্যই হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন’ ‘সব সময় টয়লেট পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখুন’ এরকম আরও অনেক আহ্বান সম্বলিত অঙ্গীকার বোর্ড হাতে স্কাউটদের রাস্তার দুইপাশে অবস্থান নিতে দেখা যায়। ক্যা¤েপইন থেকে সকলের প্রতি ফুটওভার ব্রীজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের আহ্বান জানানো হয়। একই দিনে ক্যা¤েপইন চলে শহীদ মিনারসহ কাকরাইল মোড়, নীলক্ষেত মোড়, শাহবাগ ও টিএসসি এলাকা। সেপ্টেম্বর ও অক্টোবর জুড়ে ঢাকার ২৫টি, গোপালগঞ্জে ২টি এবং চাঁদপুরের ৩টিসহ দেশের ৩০টি এলাকায় এই ক্যা¤েপইন চলবে।

ক্যা¤েপইনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস-এর পক্ষ থেকে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র জনাব মো. শাহ্ কামাল এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), ব্যানবেইস-এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. ফসিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর সহ সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর এ এস এম মাকসুদ কামাল। এছাড়া ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর মুখ্য সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ তারেক এবং ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর পরিচ্ছন্ন দূত চিত্রনায়ক রিয়াজ এই ক্যা¤েপইনে অংশগ্রহণ করেন। দেশব্যাপী অনুষ্ঠিতব্য ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ ক্যা¤েপইন-এ অংশ নিচ্ছে প্রায় ৩ হাজার জন স্কাউট সদস্য।

বাংলাদেশ স্কাউটস-এর সহ সভাপতি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, দেশে পরিচ্ছন্নতার অভাবে নানা ধরনের রোগ ছড়ায়। এ থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকার আগে থেকে কাজ করছে। এখন যুক্ত হয়েছে বাংলাদেশ স্কাউটস ও ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’। ছাত্ররা প্রতিদিন একটি করে ভালো কাজ করলে এবং বাড়ির আশেপাশে পরিস্কার রাখলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে অনেকটাই সহজ হবে। তিনি এই উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ছোটবেলা থেকেই যদি সবাইকে পরিচ্ছন্নতার বিষয়গুলো শিখানো হয় এবং এর প্রবণতা আশেপাশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে। পাশাপাশি অবকাঠামো অপরিচ্ছন্ন বেশি বলে বিভিন্ন সময় মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং আমরা শহরের পরিবেশ সংরক্ষণ করতে পারছি না। এর সমাধানের জন্য স্কাউটস এবং পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যা¤েপইনের উদ্যোগ ভবিষতে আরও ফলপ্রসু হবে বলে আশা করছি।

‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর মুখ্য সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ তারেক বলেন, আমরা তিন বছর আগে থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। আজকে যে ডেঙ্গু মহামারি শুরু হয়েছে তা হচ্ছে অপরিচ্ছন্ন থাকার কারণে। যদি সবাই নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্ন থাকতাম তাহলে সারা দেশে ডেঙ্গু ছড়াতে পারতো না।

‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর পরিচ্ছন্ন দূত চিত্রনায়ক রিয়াজ বলেন, আমাদের দেশের মাটিতে শহীদদের রক্ত ছড়িয়ে আছে। আমরা সেই মাটিকে কিভাবে অপরিচ্ছন্ন রাখি। নিজেদের দায়বদ্ধতা থেকেই দেশকে পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, দেশের সর্বস্তরের মানুষকে সুস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করার লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বিষয়ে বাংলাদেশ স্কাউটস এবং ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। তাছাড়া পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে দেশব্যাপি শুরু হয়েছে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যা¤েপইন। এর অধীনে সরাসরি প্রশিক্ষণের পাশাপাশি গণমাধ্যম দ্বারাও জনগণকে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হচ্ছে। বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন জায়গায় ‘জমে থাকা পানি’ এবং আবর্জনা পরিষ্কার করার কার্যক্রম হাতে নিয়েছে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’। এডিস মশার বংশ বিস্তার রোধ করতে দেশের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং আবর্জনা পরিষ্কার করে চারপাশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ এই উদ্যোগ গ্রহণ করে। এই কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও প্রীতি ক্রিকেট মাচের আয়োজন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ