বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর পিবিআই ঝিনাইদহের এলজিইডির অফিসের গাড়িচালক হাসানুজ্জামান জগলু হত্যাকান্ডে ব্যবহৃত গাড়ি ও তার ড্রাইভার হুসাইন আহমেদকে সোমবার আটক করেছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, যশোর ঝিনাইদহ সড়কে গাড়ির মধ্যে শ্বাসরোধে হত্যা করা হয় জগলুকে।
ওই গাড়িচালক খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের হুসাইন আহম্মেদকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। একই সাথে হত্যাকান্ডে ব্যবহৃত গাড়িটি (ঢাকা মেট্টো গ-৩২-৮৮১০) জব্দ করা হয়েছে। এর আগে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে জগলুর স্ত্রী তাহমিনা পারভীন তমাকে আটক করে।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট ভোরে যশোর-ঝিনাইদহ মহাসড়কে চুড়ামনকাটির কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের পাশে বালুর গর্ত থেকে ঝিনাইদহ এলজিইডি অফিসের গাড়ির ড্রাইভার হাসানুজ্জামান জগলুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।