বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর মহানগরীর সালনা এলাকায় র্যাব অভিযান চালিয়ে শুটারগানসহ দস্যুতা ও অপহরণ চক্রের ৬ সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, তিনটি দেশীয় অস্ত্র, সাতটি মোবাইল ফোন এবং নগদ ১০৯০০ টাকা উদ্ধার করা হয়। আটকরা হলো, আশিকুর রহমান, সোলাইমান, ইমরান হোসেন, রুবেল মিয়া, শামিম আহমেদ ও মিজানুর রহমান। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১ এর লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিওিতে খবর পেয়ে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত এ চক্র শিববাড়ী, জয়দেবপুর, চৌরাস্তা, সালনা এলাকায় ৩৫/৪০ টি অপহরণ, ডাকাতির সঙ্গে জড়িত ছিল। ভিকটিমদের বনের মধ্যে আটকিয়ে রেখে মারধর করে বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করে আধামৃত অবস্থায় রাস্তায় ফেলে রাখত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।