Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রলীগ সভাপতি শোভন সিলেটে আসছেন আজ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়ার পর এই প্রথম সিলেটে আসছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সিলেট বিভাগে সফরের লক্ষ্যে গতকাল সকালে তিনি সড়কপথে ঢাকা থেকে রওয়ানা হন। সিলেট আসার পথে নরসিংদী জেলা, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মীসভায় যোগ দেবেন।

আজ সকাল ১১টায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কর্মীসভায় যোগদান শেষে দুপুর ২টায় সিলেট শহরে পৌঁছাবেন তিনি। সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মীসভায় যোগ দেবেন। এরপর শোভন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। রাতে সিলেট আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও রাত্রীযাপন করবেন তিনি।
আগামীকাল সকালে সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা হবেন তিনি। সেখানে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মীসভায় যোগদান শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যাত্রা করবেন শোভন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ