রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। গত রেববার গভীর রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় স্থানীয় এক মাদরাসা শিক্ষকের পুকুরে শত্রুতামূলকভাবে কে বা কারা বিষ প্রয়োগ করলে মাছ মরে পুকুরে ভেসে ওঠে।
পুলিশ ও পুকুরের মালিক মুসলিমনগর দাখিল মাদরাসার শিক্ষক মো. কাদের ঠাকুর জানান, গত রোববার গভীর রাতে গোপালপুর মসজিদ সংলগ্ন এলাকায় পুকুরে শত্রুতামূলকভাবে কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে পুকুরে চাষকৃত রুই, কাতল, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ মরে ভেসে ওঠে। বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা দৌলতপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রায় ১০ লাখ টাকার ক্ষতির কথা উল্লেখ করে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পুকুরের মালিক মাদরাসা শিক্ষক মো. কাদের ঠাকুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।