রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ চর আইর কান্দি গ্রামে পালরদী নদীর সাথে সংযোগ স্থাপনকারী একটি সরকারি খালে বাঁধ নির্মাণ করেছে রেজাউল ফকির নামে এক প্রভাবশালী। আর এনিয়ে গ্রামের কৃষকরা বাঁধাদিতে গেলে তাদের ওপর হামলার চেষ্টা চালানো হয়। তবে কৃষকরা এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গতকাল লিখিত অভিযোগ করলে তিনি বিষটির তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভূক্তভোগী গ্রামবাসী জানায়, বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের উজাত আলী ফকিরের ছেলে রেজাউল ফকির প্রথমে কালকিনি উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ চর আইর কান্দি গ্রামে একটি বাড়ি নির্মাণ করে। আর নিজের সুবিদার্থে যাতায়াতের জন্য বাড়ির পাশের সরকারি খালে বালি ভারাট করে একটি বাঁধ নির্মাণ করে। এতে কয়েক শত হেক্টর জমিতে চাষাবাদের জন্য জলাবদ্ধতা সৃষ্টি ও প্রয়োজনে নদী থেকে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন ‘অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।