Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক স্বামীর যাবজ্জীবনসহ ছয় জনের বিভিন্ন মেয়াদে সাজা

কুষ্টিয়ায় অপহরণ মামলা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কুষ্টিয়ায় সাবেক স্ত্রীকে অপহরণ মামলায় স্বামীর যাবজ্জীবন, দুই জনের ১৭ বছর ও চার জনের ১৪ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ দন্ডাদেশ দেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি হলেন- সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার বনগ্রামের মৃত মকছেদ আলী প্রামাণিকের ছেলে অপন্ডতের সাবেক স্বামী মজিবুর রহমান প্রামাণিক (যাবজ্জীবন)।
এছাড়াও পাবনা জেলার মসজিদ ব্র্যাক এলাকার সোনা মিয়ার ছেলে আক্তার হোসেন ও পাবনা সদর উপজেলার খোদাইরপুর খলিফাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মনিরুল ইসলামকে ১৭ বছর এবং পাবনা সদর উপজেলার নতুন বাঙ্গাবাড়ীয়া এলাকার ইয়াসিন আলী প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম রানা ও ইসরাইল সরদারের ছেলে সোহাগ সরদার, মালিগাছা মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে আশরাফুল ইসলাম, একই গ্রামের আফাই মোল্লার ছেলে রনি হোসেনকে ১৪ বছরের কারাদন্ড দেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ মার্চ দন্ডপ্রাপ্তরা কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া থেকে আসমাউল হুসনা কবিতাকে অপহরণ করে নেওয়ার সময় ভেড়ামারার লালনশাহ সেতুর টোলপ্লাজায় পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় আসমাউল হুসনা কবিতা নয় জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। ২০১৭ সালের ৩০ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে তিন আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন সেই সঙ্গে আসামিদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। কুষ্টিয়া জজ কোর্টের পিপি (নারী ও শিশু) অ্যাড. মেহেদী হাসান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ