Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব বাজারে স্বর্ণের দাম তিন সপ্তাহে সর্বোচ্চ

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

মূল্যবান ধাতুর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বিনিয়োগকারীদের ধারণা, চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সহসাই দেশটিতে সুদহার বাড়ানোর সাহস করবে না। একই সঙ্গে ব্রেক্সিটের (যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ) ফলে বৈশ্বিক পুঁজিবাজার ও অর্থনীতিতেও অস্থিতিশীলতার আশঙ্কা দেখা দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এদিন পণ্যটির মূল্য বেড়ে দাঁড়িয়েছে এক মাসে সর্বোচ্চে। স্বর্ণের দরবৃদ্ধির ধারাবাহিকতায় এদিন রুপার দাম বাড়লেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের। খবর মার্কেট ওয়াচ। নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম বেড়েছে আউন্সে ১০ ডলার ৪০ সেন্ট। গত বৃহস্পতিবার এখানে চুক্তিটির আওতায় পণ্যটির বাজার স্থির হয় প্রতি আউন্স ১ হাজার ২৭২ ডলার ৪০ সেন্টে, যা গত মাসের ১৮ তারিখের পর সর্বোচ্চ। সারা দিনের লেনদেনে পণ্যটির মোট দরবৃদ্ধির হার দাঁড়িয়েছে দশমিক ৮ শতাংশে। লন্ডনভিত্তিক ক্যাপিটাল ইকোনমিকসের পণ্যবাজার গবেষণা বিভাগের প্রধান জুলিয়ান জেসপ জানান, বৈশ্বিক অর্থনীতি ও বিনিয়োগ পরিস্থিতির ওপর যুক্তরাজ্যে ব্রেক্সিট নিয়ে আয়োজিত গণভোটের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এর ধারাবাহিকতায় বিশ্ববাজারে শিল্পধাতুগুলোর ব্যাপক দরপতনের পাশাপাশি স্বর্ণের মতো আপত্কালীন বিনিয়োগনির্ভর পণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে এ প্রভাব খুব একটা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। প্রসঙ্গত, যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ নিয়ে ভোট অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৩ তারিখ। এ গণভোটে দেশটির ইইউ অঞ্চল ত্যাগের পক্ষে রায় আসা নিয়ে শঙ্কায় রয়েছেন বৈশ্বিক পুঁজি ও পণ্যবাজারের বিনিয়োগকারীরা। এছাড়া সা¤প্রতিক কালে ইইউ অঞ্চলে সুদহার নামিয়ে আনা হয়েছে ঋণাত্মক মানে, যার ধাক্কা পড়েছে যুক্তরাষ্ট্রসহ গোটা বৈশ্বিক শেয়ারবাজারে। বিনিয়োগকারীরাও তাই বর্তমানে আপত্কালীন বিনিয়োগ হিসেবে ঝুঁকে পড়ছেন স্বর্ণের দিকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাব দেখা দেয়ায় চলতি মাসেও দেশটিতে সুদহার না বাড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। বাজার-সংশ্লিষ্টদের ধারণা, ১৫ জুন অনুষ্ঠেয় বৈঠক বা পরবর্তীতে একই মাসে আয়োজিত আরেকটি বিশেষ বৈঠকের মাধ্যমে সুদহার বাড়ানোর পদক্ষেপ নিতে পারে ফেডারেল ওপেন মার্কেট কমিটি (এফওএমসি)। বর্তমান পরিস্থিতিতে চলতি মাসেই এফওএমসি সুদহার বাড়ানোর ঝুঁকি নেবে না বলে অনেকের বিশ্বাস। বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় আন্তর্জাতিক বাণিজ্যনির্ভর উপদেষ্টা প্রতিষ্ঠান থিংক ফোরেক্সের বিশ্লেষক নাইম আসলাম বলেন, ‘বাস্তবতা হলো, বাজারের চলমান অবস্থা তৈরি হয়েছে সুদহার বৃদ্ধি নিয়ে ফেডের দোদুল্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। তবে পরিস্থিতির মোড় দ্রæত ঘুরে গেলেও অবাক হওয়ার মতো কিছু নেই। কোমেক্সে এদিন জুলাইয়ে সরবরাহের চুক্তিতে রুপার দাম বেড়েছে আউন্সে ২৮ দশমিক ৩ সেন্ট। আগের দিনের তুলনায় এদিন এখানে চুক্তিটির আওতায় পণ্যটির দাম বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। দিন শেষে পণ্যটির মূল্য স্থির হয়েছে প্রতি আউন্স ১৭ ডলার ২৭ সেন্টে। তবে স্বর্ণ ও রুপার দাম বাড়লেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের। গত বৃহস্পতিবার কোমেক্সে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্লাটিনামের দরপতন হয়েছে আউন্সে ৮ ডলার ২০ সেন্ট। আগের দিনের চেয়ে দশমিক ৮ শতাংশ কমে এদিন প্রতি আউন্স প্লাটিনামের সর্বশেষ বিক্রয়মূল্য দাঁড়ায় ১ হাজার ৩ ডলার ৮০ সেন্টে। অন্যদিকে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে প্যালাডিয়ামের দাম কমেছে আউন্সে ৬০ সেন্ট। বৃহস্পতিবার চুক্তিটির আওতায় পণ্যটির বাজার স্থির হয় প্রতি আউন্স ৫৬০ ডলার ৬০ সেন্টে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব বাজারে স্বর্ণের দাম তিন সপ্তাহে সর্বোচ্চ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ