Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় এরশাদের চেহলাম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে কুরআনখানি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পাশাকোট মাদরাসা সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ আলমগীর কবির মজুমদার। চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ও পার্টির আহবায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুব সংহতির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম বাবরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এরশাদ উল্যাহ, সিনিয়র নেতা হাফেজ নজির আহম্মেদ, কাজী মঈন উদ্দিন, জাতীয় পার্টির পৌরসভার আহবায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী, কাশিনগর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী ভেন্ডার, উজিরপুর ইউনিয়ন সভাপতি ফজলুল হক, কালিকাপুর ইউনিয়ন সভাপতি মোখলেছ মিয়া, চিওড়া ইউনিয়ন সভাপতি মাস্টার মাহবুবুল হক, শ্রীপুর ইউনিয়নের সহ-সভাপতি শেখ আহাম্মদ, শুভপুর ইউনিয়নের সিনিয়র নেতা গাজী রহিম, ঘোলপাশা ইউনিয়ন আহবায়ক জামাল হোসেন, কনকাপৈত ইউনিয়নের আহবায়ক বশির আহমদ, জগন্নাথের আহবায়ক মনসুর আলী, আলকরা ইউনিয়ন আহবায়ক মমিন ভুঁইয়া, গুণবতীর সেক্রেটারি সাইফুল ইসলাম মেম্বার, বাতিসা ইউনিয়ন নেতা তোফায়েল আহম্মদ, মুন্সিরহাট ইউনিয়ন নেতা আলী হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ