Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ফরিদপুরের মধুখালীতে ১৬ দলীয় বীর মুক্তিযোদ্ধা মির্জা আকরামুজ্জামান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গত শনিবার বিকেলে স্থানীয় ফরিদপুর চিনিকল মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল আনিসুুজ্জামান লালন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আঃ বারী, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বাবু বিশ্বাস, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্যা,মধুখালী বাজার বর্ডুক সমিতির সাধারণ সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মধুখালী শাখার সভাপতি মির্জা শাহরিয়ার (লোটাস) প্রমুখ।
উদ্বোধনী খেলায় কামারখালী ফুটবল একাদশ ট্টাইবেকারে ৬-৩ গোলে গাজনা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। নক আউট ভিক্তিক এ টুর্নামেন্টে বৃহত্তর ফরিদপুর জেলার ১৬টি অংশ গ্রহন করবে।
শত শত নারী পরুষ খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন মো.মাহাফুজুর রহমান, সহকারী হিসেবে ছিলেন মো. হয়রত আলী ও আবুল বাশার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ