Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ১১ জঙ্গি গ্রেফতার

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ায় গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ ১১ জঙ্গিকে গ্রেফতার করেছে। এরা হলো সাদ্দাম হোসেন (২৬), সাইফুল (২৭), ফারুক (৩৫), সাদ্দাম (২১), সানাউজ্জামান রানা (১৯), সালমান কবির রাসেল (২০), আজিজ (২৪), আমিনুল ইসলাম (৩৫), সোহাগ আলী (২২), বিপ্লব মন্ডল (২২), আজিজুর রহমান (২৩) ।
বগুড়া সদর থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কেন্দ্র স্থল শহীদ খোকন পার্কে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার রাতে উপ-পুলিশ পরিদর্শক আশিকুন নবী খন্দকার বাদী হয়ে বগুড়া সদর থানায় সন্ত্রাস দমন বিরোধী আইনে মামালা দায়ের করে। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, সন্ত্রাসীরা গোপন বৈঠকে নাশকতার উদ্দেশ্যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংশের ষড়যন্ত্র করছিল। গ্রেফতারের পর সাদ্দাম হোসেনের মালতী নগর বাসা থেকে ৩৬টি জিহাদি বই ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বইগুলির উপরে ইসলামী ছাত্র শিবির লেখা ছিল। বই গুলোর মধ্যে একটি বই ছিল ‘ রাজনৈতিক প্রতি হিংসার শিকার শহীদ আলী আহসান মুজাহিদ’। সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) গাজিউর রহমান দাবী করেন, গ্রেফতারকৃতরা জঙ্গী সংগঠনের সদস্য। ওই সব জঙ্গিরা ‘‘বন্ধু ফান্ড বায়তুল মাল’’ নামক ব্যানারে কাজ করে যাচ্ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ