বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলা কারগারের কয়েদি ওমর আলী (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপারিন্টেনডেন্ট নুরুন্নবী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওমর আলী বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামের মিজান মিয়ার ছেলে। তিনি স্থানীয় উজানচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
কারা সুপারিন্টেনডেন্ট নুরুন্নবী ভূঁইয়া জানান, গত ৬ মে একটি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় বাঞ্ছারামপুর থানা পুলিশ। ওই কয়েদির শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।