Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীতে নিহত ২, নিখোঁজ ১

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

পটুয়াখালী জেলা সংবাদদাতা : কালবৈশাখী ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড হয়েছে পটুয়াখালীর ছোটবিঘাই ও আমখোলা ইউনিয়ন। এতে উভয় এলাকায় নিহত হয়েছেন দুই নারী। এছাড়া ঝড়ে গলাচিপায় এক শিশু নিখোঁজ রয়েছে। ঝড়ের তান্ডবে দুই গ্রামে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে, ওপড়ে গেছে কয়েক শত গাছপালা।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ করে কালবৈশাখী আঘাত হানে সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের অফিসের হাট ও গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা বাজার এলাকায়। দমকা বাতাস ও বজ্রসহ বৃষ্টির সাথে ঝড়ের তান্ডবে শত শত গাছ ওপর পরে। সে সময় ঝড়ের তান্ডবে গাছ ওপড়ে ঘরের ওপরে পড়লে অফিসের হাট এলাকায় ঘর চাপা পড়ে মারা যায় তানজিলা আক্তার লিজা (২২)।
স্থানীয় ইউপি সদস্য বাচ্চু প্যাদা জানান, তানজিলা ঘরে বসে কাঁথা সেলাই করছিল। ঝড়ে হঠাৎ করে বসত ঘরের পাশে লাগানো বিশাল আকৃতির চাম্বল গাছ ভেঙ্গে পড়লে ঘরচাপা পরে লিজা। পরে স্থানীয়রা এসে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।
অপরদিকে, গলাচিপার আমখোলায় গাছ চাপা পরে অপর এক নারী নিহত হয়েছে। নিহতের নাম সোনিয়া আক্তার (৩৫)। এ ছাড়া ঝড়ে গলাচিপা লঞ্চঘাট এলাকায় মানতা সম্প্রদায়ের এক শিশু নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পটুয়াখালীর জেলা প্রশাসক একেএম শামীমুল হক ছিদ্দিকী জানান, স্বল্প সময়ের ঝড়ে পটুয়াখালীতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। শত শত গাছ ওপড়ে গেছে। শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ পর্যন্ত ঝড়ে দুই নারী নিহত হবার খবর পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ