Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোড়েলগঞ্জে ঝড়ে শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
আজ শনিবার সকালে ঝড়ের আঘাতে উপজেলার হোগলাবুনিয়া, বলইবুনিয়া, পুঁটিখালী ও দৈবগহাটি ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়।
মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান জানান, সকালে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। এসময় শিক্ষা প্রতিষ্ঠান, দোকান-পাট, কাঁচা ও আধাপাকা শতাধিক ঘরবাড়িসহ অসংখ্য গাছপালা ওপড়ে পড়ে।
তিনি আরও জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বলা হয়েছে।
তালিকা হাতে পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ