Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৯জন আটক

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়িতে থানা পুলিশের বিশেষ অভিযানে,গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২দিনে,সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত এবং সন্দেহভাজন ৯জনকে আটক ও গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, গত ২০১৫ সালের ৪নং মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী,উপজেলার খয়েরবাড়ী গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে নজরুল ইসলাম (৪০),২০১৬ সালের ৩১ নং মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিন বাসুদেবপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে নুরুজ্জামান (৩৯) ও তার সহদর বাবু মিয়া (৩৫), ২০১৫ সালের ৬ নং মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী উপজেলার শিবনগর ইউনিয়নের মাইদুল হকের ছেলে জাহেদুল হক (৪২), চলতি সনের ৫নং মামলার পলাতক আসামী কাঁটাবাড়ী গ্রামের নুরু মন্ডলের ছেলে বেলাল হোসেন (৩৫), চলতি জুন মাসের ৫নং মামলার দাদপুর গ্রামের আব্দুর রউফ এর ছেলে কবির হোসেন (৩৮) একই মামলার সুজাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ফারুক হোসেন (৩৫), এছাড়া সন্দেহ ভাজন হিসেবে আটককৃতরা হলেন, রামভদ্রপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে ইন্নাত আলী (৩৪) ও চককবির গ্রামের দিনেশ মন্ডলের ছেলে সজল মন্ডল (৩৫)।
ফুলবাড়ি থানার ওসি মোকছেদ আলী বলেন,বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪জন ও শুক্রবার দিবাগত রাত থেকে গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৫জনকে আটক করা হয়। তিনি বলেন এই অভিযান অব্যাহত আছে, আটক ও গ্রেফতারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ