Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে পরিত্যাক্ত ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,সাভার থেকে | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১১:৫৯ পিএম

ঢাকার সাভারে একটি পরিত্যক্ত টিনের ছাপড়া ঘর থেকে সিমেন্টের বস্তায় চাপা দেয়া হাত-পা বাঁধা অজ্ঞাত (২০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় গৌতমের মালিকানাধীন জমিতে থাকা পরিত্যক্ত ঘর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, প্রায় তিন মাস আগে ওই জমিতে পাইলিংয়ের কাজ করার সময় শ্রমিকদের থাকার জন্য টিন দিয়ে একটি ছাপড়া ঘর তৈরী করা হয়। শ্রমিকরা চলে যাওয়ার পর ঘরটি পরিত্যাক্ত ঘরের ভিতরে সিমেন্টসহ অন্যান্য মালামাল রাখা ছিল। দুপুরে ওই ঘর থেকে সিমেন্ট বের করার জন্য সঞ্জয় নামে এক ব্যক্তি প্রবেশ করলে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, লাশের হাত-পা বাঁধা ও মুখের উপর সিমেন্টর বস্তা দিয়ে চাপা দেয়া ছিল। তিনি ধারনা করছেন, পূর্ব শত্রুতা অথবা মাদক সেবনকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। তবে লাশটি ৪/৫দিন আগের।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ