Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনেক দিন পর চলচ্চিত্রে আগুন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

সঙ্গীতশিল্পী ও অভিনেতা আগুন অনেক দিন পর চলচ্চিত্রে অভিনয় করলেন। অরুণ চৌধুরীর ‘মায়াবতী’ চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে তিনি অভিনয় করেছেন। সিনেমাটিতে সংগীত জগতের একজন হিসেবেই তাকে দেখানো হয়েছে। পরিচালক বলেন, আমার সিনেমায় গল্পের প্রয়োজনে যখন যাকে দরকার হয়েছে তাকেই নিয়েছি। আগুন বলেন, আমার অভিনীত চলচ্চিত্রগুলোর তালিকা দেখলেই বুঝবেন বিশেষ কিছু না হলে আমি বড় পর্দায় কখনো অভিনয় করিনি। অরুণদার এ কাজটি ভালো হবে এই বিশ্বাস থেকেই করেছি। আশা করছি, দর্শকরা নিরাশ হবেন না। আগুন সর্বপ্রথম ১৯৯৭ সালে বাবা প্রয়াত খান আতাউর রহমানের পরিচালনায় ‘এখনো অনেক রাত’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০২ সালে প্রয়াত হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রে তাকে পাওয়া যায়। সর্বশেষ ২০১৪ সালে আনিসুল হকের উপন্যাস অবলম্বনে শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। অরুণ চৌধুরীর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এ মায়াবতিতে নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিশা ও ইয়াশ রোহান। ১৩ সেপ্টেম্বর সিনেমাটি দেশব্যাপী মুক্তি দেয়া হবে। সিনেমাটির পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ