Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভিনয়ের জন্য মডেলিং ছাড়বেন না কারা ডেলেভিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

মডেল হিসেবে কারা ডেলেভিনের যা খ্যাতি ছিল তাকে ছাড়িয়ে গেছে তার অভিনয়ের খ্যাতি। তবে মডেলিংকে তিনি ত্যাগ করবেন না বলে নিশ্চিত করেছেন। “ফিরবো? আমি তো ছেড়েই যাইনি। আমার মনে হয় না আমরা যা করি তা নিজে থেকে পছন্দ করে বেছে নিই, বিশেষ করে ক্রিয়েটিভ কাজ,” ডেলিভিন মেইলঅনলাইন ডটকমকে তিনি মডেলিংয়ে ফিরবেন কিনা জিজ্ঞাসা করলে বলেন। “নিজেকে প্রকাশ করার অনেক উপায় থাকে, আমার মনে হয় না কোনও একটি ছাড়া উচিত,” তিনি আরও বলেন। মডেল-অভিনেত্রীটিকে ফ্যান্টাসি সিরিজ ‘কার্নিভাল রো’তে ভিগনেট স্টোনমস নামে এক উদ্বাস্তু পরীর ভূমিকায় দেখা যাবে। এই সিরিজে আরও অভিনয় করছেন অরল্যান্ডো ব্লম। সিরিজের কুশলী-শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন,” এটি যা তা এই শিল্পী-কুশলীদেরই অবদান। জানি কুশলীদের দর্শকরা দেখতে পায় না, কিন্তু তারা সেখানে আছে। তবে, অরল্যান্ডো অসাধারণ অভিনেতা, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অতুলনীয়। কোনও প্রজেক্টকে অনন্য করার জন্য তার চেষ্টা আর ভালবাসা প্রশংসা করার মত।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ