Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

চরভদ্রাসনে হার না মানা অন্ধ লোকমান

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের হাজি ডাঙ্গী গ্রামের আব্দুল কাদেরের চার সন্তানের মধ্যে সবার বড় লোকমান। জন্মের দুই বছরের পর থেকেই তার দুটি চোখ অন্ধ। কিন্তু থেমে নেই অদম্য লোকমান। সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে হার না মানা অন্ধ লোকমান সামনে এগিয়ে যেতে চায়। দৃষ্টি শক্তিসম্পন্নরা যা করতে পারেন না, সে সব কাজ খুব অনায়াসেই করতে পারে সে।

লোকমানের বয়স ৪৮ পেরিয়ে গেলেও সে তার অন্ধ দুই চোখ নিয়েই প্রতিদিন বড় বড় গাছ কাটা, নারকেল পাড়া, মাছ ধরা, আখ কাটাসহ যে কোনো কঠিন কঠিন কাজ অনায়াসেই করে ফেলতে পারে। সে তার মনের মধ্যে জমানো অদম্য প্রতিভা, মনোবল ও আতœবিশ্বাসকে কাজে লাগিয়ে অন্যের ওপর মুখাপেক্ষী না থেকে নিজে খেটে অর্থ উপার্জন করে স্ত্রী-সন্তান নিয়ে স্বচ্ছন্দে জীবিকা নির্বাহ করছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, সে বাড়ির পাশের বড় একটি কড়ই গাছে উঠে সাবলীলভাবে গাছ কেটে যাচ্ছে।
লোকমানের সাথে কথা বলে জানা যায়, সে তার দুই চোখে কিছ্ইু দেখতে না পেলেও যেকোনো কঠিন কাজই হোক সে খুব সহজেই দৃষ্টিসম্পন্নদের মত নিখুত ও দক্ষতার সাথে করতে পারে। এসময় লোকমানের সাথে গাছ কাটতে থাকা অপর দুই জন ইসমাইল ও রাকিব জানান, লোকমান চোখে না দেখলেও সে বড় বড় গাছ উঠে কাটাসহ যেকোন ধরনের কঠিন কাজ সাবলীলভাবে করতে পারে।
লোকমানের মা ছালেহা বেগম জানান, জন্মের দুই বছর পর থেকেই বিভিন্ন শারীরিক অসুস্থ্যতার কারণে লোকমানের দুটি চোখ সম্পূর্নভাবে অন্ধ হয়ে যায়। তবুও আল্লাহর রহমতে লোকমান যে কোনো ধরনের কঠিন কাজ সাবলীলভাবে করতে পারে।
তিনি আরো জানান, আমরা তো গরিব মানুষ। টাকার অভাবে ছেলেটির চোখের চিকিৎসা করাতে পারতেছিনা। চিকিৎসা করাতে পারলে হয়তো ওর চোখ ভালো হয়ে যেতো।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এজিএম বাদল আমিন জানান, লোকমান অত্যন্ত প্রতিভাবান ও কর্মঠ মানুষ। লোকমান প্রতিভা আর বুদ্ধির জোরে অন্ধ হয়েও যে কোনো কঠিন কাজ খুব দক্ষতার সাথে সহজেই করতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ