Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের রৌমারীতে ৩৯৫পিস ইয়াবাসহ একজন আটক

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ৬:৫১ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে ৩৯৫ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন উপজেলার চরইটালু কান্দার গ্রামের লালবাহাদুর আলীর ছেলে মাহুবর রহমান (২৩)।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মো. নজরুল ইসলাম জানান, দাঁতভাঙ্গা বিজিবি বিওপির জেসিও নায়েব সুবেদার জয়েন উদ্দিনসহ ৬ সদস্যের একটি দল শুক্রবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাঁতভাঙ্গা সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলার ১০৫৩ এর ৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে চর গয়টাপাড়া এলাকা থেকে ৩৯৫ পিস ইয়াবাসহ মাহুবর রহমান (২৩) কে আটক করা হয়। এছাড়াও আটককৃত ব্যক্তির কাছে ১টি এনন্ড্রয়েট মোবাইল সেট জব্দ করা হয়।
পরে আটককৃতকে রৌমারী থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ