Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়ার মরণোত্তর বিচার চান হানিফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাÐের মূল চক্রান্তকারী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তার বিচার এবং তার মুখোশ উন্মোচিত না হওয়া পর্যন্ত জাতির বিভক্তি দূর হবে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ দাবি জানান। আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি এ সভার আয়োজন করে। তিনি আরো বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিএনপির একটি চক্র অপতৎপর চালাচ্ছে।

মাহবুবউল আলম হানিফ বলেন, এ দেশ যখন উন্নয়নের ধারায় এগিয়ে যায় তখন পদে পদে বাধাগ্রস্থ করে বিএনপি। এর অংশ হিসেবেই রোহিঙ্গা ইস্যুতে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে দলটি। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, দেশকে যদি ভালোবাসেন, আপনাদের উসকানিমূলক কর্মকাÐ ও কথাবার্তা বন্ধ করুন। তাহলে দেখবেন সব সমস্যার সমাধান দ্রæত হবে।
রোহিঙ্গা ইস্যু জাতীয় সমস্যা, এতে কোনও সন্দেহ নেই। কিন্তু আপনারা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সভাপতি খন্দকার বজলুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কবি নির্মলেন্দু গুণ, সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

 



 

Show all comments
  • Nannu chowhan ৩০ আগস্ট, ২০১৯, ৯:১১ এএম says : 0
    Mr.Hanifer ki obodan ase eai desh o desher shadhinotar jonno? Oni abar Ziaur Rahmaner moto eakjon shadhinota ghoshonakari eakjon sreshto mukti joddha ebong shot gonotontro protishtakari rashtropotir boroddhe moronottor bichar dabi korsen.Ami onake prosnno korte cai mukti juddher shomoy apni silen kothai?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ