বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলা পৌরসভার ৬নং ওয়ার্ডে আজ শনিবার ভোরে কাফনের কাপড় পাঠিয়ে এক যুবলীগকর্মীকে হত্যার হুমকি দিয়েছেন দুর্বৃত্তরা। আজ ভোরে মসজিদ ব্যাপারী বাড়ির আলী আব্বাছ দুলালের ছেলে আশরাফ উদ্দিন আরজুর বাসার গেইটের সামনে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ করে কাফনের কাপড় সারিবদ্ধ অবস্থায় সাজিয়ে রাখে দুর্বৃত্তরা। আশরাফ উদ্দিন আরজু বলেন, ‘লক্ষ্মীপুর পৌরসভার মেয়র এম এ তাহেরকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ফেস্টুন ও ব্যানার দেয়ায় আমার ওপর ক্ষীপ্ত হয়ে দুর্বৃত্তরা এ কাফনের কাপড় পাঠিয়েছে। এতে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি।’ আরজুর বাবা আলী আব্বাছ দুলাল বলেন, ‘কে বা কাহারা আমার ছেলেকে উদ্দেশ্য করে কাফনের কাপড় পাঠিয়েছে জানিনা। আমাদের কোনো শত্রু নেই।’ স্থানীয় ওয়ার্ড কমিশনার শহীদুল ইসলাম ভোর বলেন, ‘আরজুকে উদ্দেশ্য করে কাফনের কাপড় পাঠানোর কথা শুনে ঘটনাস্থলে ছুটে এসেছি। এ ধরনের ঘটনা নতুন হওয়ায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। পুলিশ প্রশাসনকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।’ লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সোহাগ বলেন, ‘কাফনের কাপড় পাঠানোর ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। আরজুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।