Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সৈয়দ মইনুদ্দীন আহমদের বার্ষিক ওরশ সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

শাহসূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর দুই দিনব্যাপী ৮ম বার্ষিক ওরশ নানা কর্মসূচির মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার মাইজভান্ডার দরবারে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মাইজভান্ডার রহমানিয়া মইনীয়া মাদরাসার ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী। তিনি বলেন, নিপীড়িত অসহায় অধিকারহারা মানুষের ঠিকানা হচ্ছে আল্লাহর নৈকট্যধন্য আউলিয়ায়ে কেরাম। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল-হাসানী, সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল-হাসানী। আলোচক ছিলেন সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব এড. কাজী মহসীন চৌধুরী, আনজুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খান, আব্দুল মান্নান, মাওলানা মুফতী বাকি বিল্লাহ আল-আযহারী প্রমুখ। আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ