Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রীর ছবি তোলার সময় বখাটে আটক

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শুভ আহম্মেদ (২০) নামের এক বখাটেকে ২০ হাজার টাকা অর্থদÐ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুভ দুর্গাপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের আমজাদ আলীর পুত্র। গত সোমবার বিকেলে তিওরকুড়ি মোড়ে এ ঘটনার পর রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার এ রায় দেন ।
উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম জানান, সোমবার বিকেলে তিওরকুড়ি বাজারের রাস্তায় দিয়ে ভ্যানগাড়ী যোগে এক স্কুলছাত্রী যাওযার সময় শুভ তার মোবাইল ফোন দিয়ে ওই ছাত্রীর ছবি তুলছিলেন। এ সময় ওই রাস্তা দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া (সার্কেল) আবুল কালাম আজাদ শাহিদ যাওয়ার সময় তার চোখে পড়ে। পরে বখাটে শুভকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার তার ২০ হাজার টাকা অর্থদন্ড করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ