Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকাতি মামলায় ৪ আসামি গ্রেফতার

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


নাটোরে চাঞ্চল্যকর ব্র্যাক ব্যাংক ডাকাতি মামলার ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী শেষে জেল হাজতে পাঠানো হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, গত ২০ আগস্ট গুরুদাসপুরের ব্র্যাক খুবজীপুর শাখার ব্যবস্থাপক মুক্তার হোসেন ও হিসাব কর্মকর্তা জেয়াহেরুল হক মানিক মোটরসাইকেলে উপজেলার চাঁচকৈড় জনতা ব্যাংক শাখায় টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে আনন্দনগর এলাকায় মুখোশ পরিহিত তিন ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে চাপাতি দিয়ে কুপিয়ে কাছে থাকা ৬ লাখ ৪৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে গুরুদাসপুর থানায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাজবাড়ি জেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সাবগাড়ি গ্রামের সামাদ সরকারের ছেলে আনাস আলী (২০) ও একই এলাকার ময়েজউদ্দিনের ছেলে শ্যামল আলী (২৫) কে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যমতে যোগেন্দ্রনগর গ্রামের মজনু মোল্লার ছেলে আজাদুল ইসলামকে গ্রেফতার করে। তবে মোটর সাইকেল চালক পালিয়ে যায়। তাদের দেয়া তথ্যে ছিনতাই করা ২ লাখ ৯ হাজার টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রেফতারকৃত আনাস ও আজাদুল জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে যে, চলতি বছরের ১৩ ফেব্রæয়ারী তারা একই উপজেলার জ্ঞানদানগর গ্রামে প্রাণ ডেইরি হাবে টাকা দিতে যাওয়ার সময় গুরুদাসপুর শাখার দুই কর্মচারীকে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ৫ লাখ ৩৮ হাজার ৩৩৬ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ