Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে ৪ আসামি আটক

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

 সিলেটের ওসমানীনগরে পৃথক মামলার ৪ আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যা ও রাতে এদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে সাদিপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের আন্তাজুর রহমান চৌধুরীর ছেলে ইমরুল চৌধুরী (২৯), দিগর গয়াসপুর গ্রামের আজমল আলীর ছেলে মামুনুর রশীদ মোহন, চাতলপাড় গ্রামের আইনুল্লাহর ছেলে মো. জাক্কুল মিয়া, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার দক্ষিণ কমলাবাজার গ্রামের (বর্তমান চাতলপাড়) মৃত আব্দুস সত্তারের ছেলে শামছুল হক (৪৫)। জানা যায়, ইমরুল চৌধুরীকে সোমবার সন্ধ্যায় সিলেট কোর্ট পয়েন্ট এলাকা থেকে নাশকতা ও পুলিশ অ্যাসল্ট মামলায় গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক নাশকতা ও পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে। মামুনুর রশীদ মোহনকে সোমবার দিবাগত রাতে তাজপুর বাজার থেকে আটক করে পুলিশ। জাক্কুল মিয়া ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। সোমবার বিকেল ৫টায় চাতলপাড় থেকে শামছুল হককে আটক করা হয়। পৃথক অভিযানে নেতৃত্ব দেন এসআই সুজিত চক্রবর্তী, এএসআই বিকাশ চন্দ্র দাস, এএসআই জগদীস চন্দ্র দাস ও এএসআই ইয়াসির আরাফাত চৌধুরী।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাইনুদ্দিন বলেন, আসামিকে গতকাল আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ