প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সুস্থ্য সঙ্গীতের বিকাশ এই লক্ষ্য সামনে রেখে আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯’। সঙ্গীতের সকল শাখার সকল শিল্পী আবারও একই মঞ্চে এক হতে যাচ্ছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্-২০১৯’ এর মধ্য দিয়ে। বাংলাদেশের গানের জগৎ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল সেই সময় দেশের সুস্থ্য ধারার সঙ্গীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। ১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯-এর জন্য আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৪টি ক্যাটাগরির যে কোনো ফরমেটের গান জমা নেয়া হচ্ছে। পাঠাতে হবে চ্যানেল আই কার্যালয়ে। খুব শীঘ্রই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯-এর বিচারকার্য অনুষ্ঠিত হবে। এই আয়োজনে মোট ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান এবং একজন বরেণ্য সঙ্গীতশিল্পীকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। অন্যদিকে আয়োজনের দিক দিয়ে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এ প্রতিবারের মতো এবারও থাকবে বিশেষ চমক। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯-এর সকল ক্যাটাগরি হলো শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোক সংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসঙ্গীত (কন্ঠ), শ্রেষ্ঠ উচ্চাঙ্গসঙ্গীত (যন্ত্র) এবং আজীবন সম্মাননা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।