Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার শ্রীপুর কলেজের অধ্যক্ষের নামে ফৌজদারি মামলা

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ৪:২৬ পিএম

মাগুরার শ্রীপুর ডিগ্রী কলেজের (সরকারি ঘোষনাকৃত) অধ্যক্ষ নির্মল কুমার সাহার বিরুদ্ধে ফৌজদারী অভিযোগ এনে মামলা দায়ের করেছন ঐ কলেজের গনিত বিভাগের প্রভাষক আব্দুল আলীম মিয়া। মামলার বিবরনে বাদী অভিযোগ করেন, কলেজের বিভিন্ন বিষয় নিয়ে চলে আসা বিবাদের কারনে গত রবিবার সকালে কলেজ গেটে উক্ত অধ্যক্ষ নির্মল সাহা বাদী আব্দুল আলীমকে পেয়ে জিবন নাষের উদ্দেশ্য লাহার রডও অন্যান্য অস্ত্র দিয়ে মারাত্মক আঘাত করে। পরে জীবন নাশ করা হবে মর্মে হুমকি দেয়। এ ঘটনার সাথে আরো ২/৩ জন জড়িত বলে উল্রেখ করেন। মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ ম আদালতে মঙ্গলবার সকালে দঃ বিঃ/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩০৭/৫০৬(২) ধারায় এ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩ অক্টোবর ২০১৯ এর মধ্যে শ্রীপুর থানার ওসিকে তদন্ত পুর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ