Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডুমুরিয়ায় বাড়ি ভাঙচুর

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


ডুমুরিয়ার চুকনগর বাজারে বসতবাড়ি ভাংচুর করে এক ব্যক্তিকে বাড়ি থেকে উচ্ছেদ ও বাড়ির পথ অবৈধভাবে অবরোধের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, মো. নজরুল ইসলাম পিতা মৃত মোবারক আলী দীর্ঘদিন ধরে তার বাড়িতে বসবাসসহ নিজ মুদি দোকানের মালামাল রেখে আসছিল। এমতাবস্থায় তার ভাই গাজী মিজানুর রহমান সম্প্রতি ৪-৫ জন সন্ত্রাসী নিয়ে বাড়ি ভাংচুরসহ ঘরে রাখা দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।
এছাড়া তাদের মারধর করে ঘর থেকে বের করে দেয়।
নজরুল ইসলাম বলেন, পৈত্রিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে বড় ভাই আমার বাড়ি দখল করে নিয়েছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ