রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের (উফেসাপ) মহাসচিব ও গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণকুমার চাকী বলেছেন, মফস্বল সাংবাদিকতা একটি বিরাট চ্যালেঞ্জিং পেশা। এই পেশায় নিয়োজিত সাংবাদিকেরা আজ নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। তাই এই চ্যালেঞ্জিং পেশায় টিকতে হলে সাংবাদিকদের বৃহত্তর ঐক্যের বিকল্প নেই। তুচ্ছ ব্যক্তি স্বার্থ ও বিরোধীতা ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গতকাল রোববার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের ১৩তম বর্ষে পদার্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাংবাদিক নূর আলম আকন্দের সঞ্চালনায় গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল কবির মনু, রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, চ্যানেল আই গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
এরপর উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের মহাসচিব ও গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে কেক কেটে গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের ১৩তম বর্ষে পদার্পন অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্যাপনের উদ্বোধন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।