পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সদ্য ওএসডি হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের অভিযোগ প্রমাণিত হলে উদাহরণ সৃষ্টির মতো শাস্তি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।
এক নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের পর রোববার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় জামালপুরের ডিসি আহমেদ কবীরকে।
প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই উদাহরণ সৃষ্টি করার মতো পানিশমেন্ট তার হবে। আমাদের চাকরির বিধানে কঠোর ব্যবস্থা নেয়ার সুযোগ রয়ে গেছে। সেটিই হবে। আমরা খুব দ্রুত একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো।’
তিনি বলেন, ‘একটি কমিটি করে সেই কমিটিকে দায়িত্ব দেয়া হবে। কমিটি ভালোভাবে তদন্ত করে, বুঝে, কী ঘটেছে সেখানে, কতটুকু অনৈতিকতা সেখানে হয়েছে, সবকিছু বিচার-বিশ্লেষণ করেই কিন্তু এক্সামপ্লিয়ারি আমরা একটা প্রিম্যাটিক মেজার্স নেব।’
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৩ দিনে ৩ ব্যাক্তি খুন ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পৃথক পৃথক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার (২৫ আগষ্ট) সকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলার দেওয়ানগঞ্জ বাজারে মহেশকুড়া ও বিরাশি গ্রামবাসীর মধ্যে মারমুখী সংর্ঘষে মহেশকূড়া গ্রামের এজাজ উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩০) প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। অপরদিকে শুক্রবার বিকাল ৪ টায় বেতাগৈর ইউনিয়নের চৈতনখালী গ্রামের আক্কাছ আলীর ছেলে নাঈম (১৫) প্রতিপক্ষের আঘাতে আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকাল আনুমানিক ৫ টায় হাসপাতালে তার মৃত্যু ঘটে। এদিকে বৃহস্পতিবার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী নওমুসলিম মুক্তা (৪০) সৎ ছেলের ছুরিকাঘাতে নিহত হয়। খুনের ঘটনা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ জানান, আসামীদের গ্রেফতারে
জোর চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।