বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বুড়ি তিস্তা নদীর পানিতে ডুবে আব্দুল্লাহ (৯) ও শাওন ইসলাম (৮) দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ ও একই উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের চিলাহাটিপাড়া এলাকার আলিউল ইসলামের ছেলে শাওন ইসলাম। গত শুক্রবার বিকেলে বুড়ি তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৭ ঘন্টা পর মধ্যরাতে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে আব্দুল্লাহ তার মা মিনু আক্তারের সাথে টেপ্রিগঞ্জ ইউনিয়নের চিলাহাটিপাড়া গ্রামে তার নানা বাড়ি এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। বিকেলে মামাতো ভাই শাওনকে নিয়ে পাশের বুড়ি তিস্তা নদীতে গোসল করতে যায় আব্দুল্লাহ। তারপর দীর্ঘ সময় তাদের কোন খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে শুরু করে। এক পর্যায়ে তারা বুড়ি তিস্তা নদীর সেতু সংলগ্ন পাড়ে আব্দুল্লাহ ও শাওনের কাপড় ও জুতা পড়ে থাকতে দেখে। বিকেল ৫ টা থেকে প্রায় ৭ ঘন্টা চেষ্টার পর রাত ১২ টায় জাল ফেলে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।