Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

পাথরঘাটায় একমন হরিণের মাংসসহ একজন আটক

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বরগুনা জেলা সংবাদদাতা : বরগুনার পাথরঘাটা থেকে প্রায় এক মণ হরিণের মাংসসহ ফোরকান নামে একজনকে আটক করেছে পুলিশ। 

আজ শনিবার ভোররাতে উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে আটক করা হয়। আটক হওয়া ফোরকান উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের আবদুর জব্বার খানের ছেলে।
পুলিশ জানায়, নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া থেকে দুটি প্লাস্টিকের ড্রামে করে হরিণের মাংস নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আগে ওঁৎ পেতে থাকে পুলিশ। এক পর্যায় ভোররাতে ২ বস্তাভর্তি প্রায় এক মণ ওজনের হরিণের মাংসসহ হাতেনাতে ফোরকান নামে এক হরিণ শিকারিকে আটক করতে সক্ষম হয়।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, আটক ফোরকানের বিরুদ্ধে বন আইন ও বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ