প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মাকে নিয়ে আবারও নতুন একটি গান গাইলেন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। গানটির শিরোনাম ‘মা গো মা’। মা শব্দটা অনেক গভীর। এটির কথা লিখেছেন মনজুরুল আলম চৌধুরী। সংগীতায়োজনে আছেন ফাহমিদার ভাই পঞ্চম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির সুরও করেছেন ফাহমিদা। গানটির ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী। ফাহমিদা নবী বলেন, মা শব্দটি বলতে ছোট মনে হলেও এর বিশালতা মহাসমুদ্রকেও ছাড়িয়ে যায়। মাকে নিয়ে আবারও একটি গান গাইলাম। এই গানে অনেক গল্প আছে। তিনি বলেন, যার মা নেই তিনি বোঝেন মা হারালে কতটা ভয় লাগে, অসহায় লাগে। যার মা আছে, তাকে বলবো, মাকে আগলে রাখুন। এ গানটি সব সন্তান ও মায়ের জন্য। উল্লেখ্য, ফাহমিদা এর আগে মাকে নিয়ে ‘মা’ এবং ‘তুমি মমতা তুমি আশ্রয়’ শিরোনামে দুটি গান গেয়েছিলেন। আগামী ২ সেপ্টেম্বর ফাহমিদা নবীর নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।