Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ঘটনায় সহপাঠী নিহতের জেরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহত হওয়ার জেরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাইক্রো ইন্সটিটিউট অব টেকনোলজি কলেজের শিক্ষার্থীরা। এসময় পুলিশের তাদের উঠিয়ে দিতে গেলে এক পর্যায়ে লাঠিচার্জে অন্তত ১০ জন কলেজ ছাত্র আহত হয়েছেন। শুক্রবার (১০ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (০৯ জুন) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজার সামনে যাত্রীবাহী বাস চাপায় নিহত হন মজিদপুর এলাকার মাইক্রো ইন্সটিটিউট অব টেকনোলজি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পিযুজ চৌধুরী (২০)।
শুক্রবার সকালে ঘাতক বাসের চালককে আটক করে বিচারের দাবিতে ওই কলেজের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের ল্যাবজোন হাসপাতালের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় সাভার মডেল থানা পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া।
এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জে ওই কলেজের অন্তত ১০ ছাত্র আহত হয়েছেন বলে শিক্ষার্থীরা দাবি করেছেন।
নিহত ওই কলেজ ছাত্র সাভারের ইমান্দিপুর এলাকার গোবিন্দ কুমার চৌধুরীর ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ